হাতে আর বেশিদিন সময় নেই। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তার আগে ফের প্রকাশ্যে বিজেপির সংগঠনের দৈন্য দশা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছেন এক দফায় নয়, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হোক কয়েক দফায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, যে কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতা ঠেকাতেই এই আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু এ ছাড়াও বিজেপির কাছে বড় মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে বুথে বুথে এজেন্ট বসানোর বিষয়টি। কারণ গ্রামগঞ্জে কেউ বিজেপির এজেন্ট হয়ে বুথে বসতেই চাইছে না। আর তাই নিজেদের এই এজেন্ট না দিতে পারার দুরাবস্থাকে আড়াল করতেই সুকৌশলে এক দফার ভোটকে একাধিক দফায় ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু। যাতে একই লোককে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক দফায় এজেন্ট হিসাবে চালানো যায়।
প্রসঙ্গত, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনের মধ্যে ৯০ শতাংশ আসনেই ভোট হচ্ছে। রাজ্যে বুথের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। যার মধ্যে ৬০ হাজারের আশেপাশে বুথে ভোট হচ্ছে। কিন্তু এই ৬০ হাজার বুথে এজেন্ট বসানোর মতো লোকই জুটছে না পদ্মশিবিরের। কমিশনের নির্বাচনী পরিসংখ্যান বলছে, বিজেপি ২২টি জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে ৩৮ হাজার ৪৭৫টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী দিয়েছে ৭০৩২টি আসনে এবং জেলা পরিষদ স্তরে ৮৯৭টি আসনে। অর্থাৎ এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির মোট প্রার্থীর সংখ্যা ৪৭ হাজারের আশেপাশেই থাকছে। কিন্তু প্রায় সাড়ে ৩৮ হাজার বুথে, যেখানে তাঁদের প্রার্থী থাকছে, সেই সব জায়গায় তাঁরা এজেন্ট বসাতে পারবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠতে চলেছে।