কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। আবারও নতুন করে অশান্তি দানা বেঁধেছে ‘ডবল ইঞ্জিন’ সরকার শাসিত এই রাজ্যে। আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়। হাজার হাজার সেনা আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এবার মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রোর গোডাউনে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। আগুনের জেরে গোডাউনটি সম্পূর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয় মন্ত্রীর বাসভননেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইম্ফল পূর্ব জেলার চিঙ্গারেলে মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রোর গোডাউনে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই গোডাউন। ওই রাতে খুরাইয়ে উপভোক্তা ও খাদ্য বিষয়ক মন্ত্রীর আরেকটি সম্পত্তিতে ও তাঁর বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনতাকে বাগে আনতে শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিরাপত্তা বাহিনী কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকায় রাজ্যের মন্ত্রী নেমচা কিপগেনের অফিসিয়াল কোয়ার্টারে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। পরের দিন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের একটি বাড়িতেও হামলা চালানো হয় এবং আগুন দেওয়ার চেষ্টা করা হয়।