আমেরিকায় সফর চলাকালীন গণতন্ত্রকেই ঢাল বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নিজের দেশেই প্রশ্নের মুখে গণতন্ত্র, দাবি বিরোধে! মাত্র ৩০ সেকেন্ডের একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোট ১২ বার উচ্চারণ করলেন —‘গণতন্ত্র’ শব্দটি। বিদেশে হলেও ৯ বছর পর প্রথমবার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী। ২ মিনিট ১৫ সেকেন্ড ধরে দেওয়া সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে অপ্রিয় প্রশ্নের সেই দায়সারা উত্তরে থাকল না প্রশ্নকর্তার নির্দিষ্ট ইস্যুটি।
প্রধানমন্ত্রীর সফর চলাকালীন মানবাধিকার সংগঠনগুলি বিজ্ঞাপন দিয়ে, বিক্ষোভ দেখিয়ে সরব হয়েছিল তাঁর বিরুদ্ধে। মার্কিন আইনসভার ৭৫ জন সদস্য পর্যন্ত চিঠি লিখে মোদীর সামনে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সরব হওয়ার আর্জি জানিয়ে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে।
যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যমের তরফে প্রথম প্রশ্ন করেন ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর রিপোর্টার সাবরিনা সিদ্দিকি। প্রেসিডেন্টের কাছে জানতে চান, ‘মোদী সরকারের বিরুদ্ধে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের ধর্মীয় বৈষম্যের অভিযোগ করেছেন বাইডেনের দলের সদস্যরাই। এব্যাপারে কি প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে কিছু বলেছেন?’ জবাবে বাইডেন বলেন, ‘গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের দু’দেশেরই ডিএনএতে গণতন্ত্র রয়েছে।’