বিজেপির গোষ্ঠীকোন্দল। আর তার জেরে এক নেতা আর এক নেতাকে হুমকি পর্যন্ত দিয়েছেন বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে এমন গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিলে হিতে বিপরীত হবে। এমনিতেই সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। আর তার মধ্যেই এবার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আশিসবরণ উকিলের ‘হুমকি’ যুক্ত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বিজেপিরই এক মণ্ডল সহ–সভাপতিকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
নদিয়া জেলায় বিজেপির একটু সংগঠন আছে। সেটা বিভিন্ন নির্বাচনে দেখাও গিয়েছে। অথচ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই জেলার বিজেপির সাধারণ সম্পাদক আশিসবরণ উকিল অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের জাতিগত পরিচয় তুলে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির আর এক নেতা অশোককুমার বিশ্বাস। তিনি আবার বিজেপির রানাঘাট উত্তর–পূর্ব বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সহ–সভাপতি। ফলে একে অন্যের বিরুদ্ধে চটে লাল। তা নিয়ে একজন আর একজনকে ফোন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তেমনই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আশিসবরণ উকিল ফোন করে অশোককুমার বিশ্বাস বিজেপির রানাঘাট উত্তর–পূর্ব বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সহ–সভাপতিকে হুমকি দিয়েছেন। পাল্টা তিনিও ছেড়ে কথা বলেননি। ওই অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, হুমকির সুরে আশিসবাবু বলছেন, ‘আমার নামে তুই কী বলেছিস?’ পাল্টা অশোকবাবু বলেন, ‘তুমি কেন এমন মন্তব্য করেছ?’ এই দিয়ে শুরু হলেও বিজেপির জেলা সাধারণ সম্পাদক ‘দাওয়াই’ দেওয়ার হুমকি দিয়ে শেষ করেন। পাল্টা মণ্ডল সহ–সভাপতি বুঝে নেওয়ার কথা বলেন। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলার মাটিতে বিজেপি নেতাদের এমন অডিয়ো ক্লিপ ভোটে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।