যোগী আদিত্যনাথের আমলে যে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা শিকেয় উঠেছে, একাধিকবার মিলেছে তার প্রমাণ। আগে সেখানে দলিতদের হেনস্থার মুখে পড়তে হত। আর এবার বাড়ি থেকে উদ্ধার হল ধর্ষণের শিকার হওয়া এক দলিত কিশোরীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের বারাবাঁকির হায়দারগড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছিলেন এক ১৬ বছর বয়সী দলিত কিশোরী। তার বয়ান রেকর্ডের জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেওয়ার কথাও ছিল। কিন্তু তার আগে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়।
পুলিশ সুপার দীনেশ কুমার সিং বলেন, ‘গত ১৭ জুন হায়দারগড় থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্তকে বৃহস্পতিবার আটক করা হয়। মেয়েটির বয়ান রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা ছিল। নির্যাতিতা আত্মহত্যা করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এবং আরও তদন্ত চলছে।’
অন্যদিকে, কিশোরীর মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকিদাতা দুষ্কৃতীকে যোগীর পুলিশ গ্রেফতার না করায় তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে।