রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। তবে তার আগেই শুরু গিয়েছে বিরোধীদের সন্ত্রাস। এবার যেমন উত্তর ২৪ পরগণার অশোকনগরে ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স। সেখানের বাঁশপুল পঞ্চায়েতের পুটিয়া বাজার এলাকায় শাসক দলের বেশ কিছু ফ্লেক্স ছিঁড়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
বিরোধী রাজনৈতিক দলের কেউ এই কাণ্ড করে থাকতে পারে বলেই অনুমান তৃণমূল নেতৃত্বের। শুক্রবার সকালে বড় বড় ফ্লেক্স ছিঁড়ে মাটিতে লুটোপুটি খেতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতারা। পরে ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে এলাকায় প্রতিবাদ মিছিল করে শাসক দলের নেতা-কর্মীরা।