আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল বিসিসিআই। উভয় ফরম্যাটেই দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন রোহিত শর্মা। টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর কেড়েছিলেন তিনি। পূজারার খারাপ ফর্মের জন্যই তাঁকে বসিয়ে তরুণ যশস্বী জসওয়ালকে সুযোগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলে নেই পেসার উমেশ যাদবও। সেই সঙ্গে লাগাতার খেলে চলা মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিবার্চকরা। উইকেটকিপার হিসেবে কেএস ভরতের পাশাপাশি রাখা হয়েছে ঈশান কিষাণকেও। পাশাপাশি, ওয়ানডে দলে রোহিতের ডেপুটি হার্দিক পাণ্ডিয়া। উইকেটকিপার হিসেবে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। দুই দলেই জায়গা করে নিয়েছেন শার্দূল ঠাকুর। চোট সারিয়ে ঢুকে পড়েছেন আরেক পেসার জয়দেব উনাদকাটও। শামির অনুপস্থিতিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমার।
টেস্ট দল :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ওয়ানডে দল :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, উমরান মালিক, মুকেশ কুমার।