আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিরোধী জোটের প্রস্তুতি। আজ, শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠক সম্পন্ন হল। বেলা বারোটায় শুরু হয়েছিল বৈঠক। তা চলল বিকেল চারটে পর্যন্ত। আলোচনায় ঠিক হয়েছে, ফের একবার নিজেদের মধ্যে বৈঠক করবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও নীতীশ কুমার। ওই বৈঠক হবে কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়। দুদিন ধরে চলবে বৈঠক। ওই বৈঠকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। জুলাই মাসের ১০ কিংবা ১২ তারিখ বসবে বৈঠক বসবে। প্রসঙ্গত, আগামী বছর লোকসভা ভোটে বিজেপির তৃতীয়বার ক্ষমতা দখল রুখতে বিরোধী জোট গড়ার জন্য সমমনোভাবাপন্ন দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে ডেকেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনায় তাঁর বাসভবনে সম্পন্ন হয় বৈঠক।
উল্লেখ্য, বিজেপিবিরোধী সব দলের শীর্ষ নেতা-নেত্রীই বৈঠকে উপস্থিত ছিলেন উক্ত বৈঠকে। সদর্থক এবং খোলামেলা পরিবেশেই আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেন বিভিন্ন দলের শীর্ষ নেতা-নেত্রীরা। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব দেন, নিজেদের মধ্যে সামান্য যে মতানৈক্য রয়েছে, তা দূর করতে ফের একবার বৈঠকে বসুক বিরোধী দলগুলি। কংগ্রেসশাসিত রাজ্য শিমলায় ওই বৈঠকের আয়োজন করবে কংগ্রেস। দেরি না করে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই বৈঠক হোক, চান খাড়গে। তাঁর কথায় সম্মতি দেন বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। বৈঠকের প্রস্তাবিত তারিখ হিসেবে ১০ ও ১২ জুলাইয়ের কথা তুলে ধরেন তাঁরা।