বিজেপির মোকাবিলায় বিরোধীদের কাছাকাছি আসার অন্যতম সূত্র হল নেতাদের উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে হবে, অনেক দিন ধরেই বলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাটনার বিরোধী বৈঠকে তৃণমূল নেত্রী ফের সেই কথাই নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
তৃণমূলের তরফে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন। মমতা বারে বারে বলেন, বিরোধীদের কাছাকাছি আসতে বলে নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে হবে। রাজনৈতিক মহল মনে করছে, মমতার বক্তব্যের লক্ষ্য কংগ্রেস। লোকসভা ভোটে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রীর একের বিরুদ্ধে এক ফরমুলা নিয়ে আপত্তি শুধু কংগ্রেসেরই।
পাটনার বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রকাশ্যেই মমতার প্রস্তাবে সায় দিয়েছেন। তৃণমূল নেত্রীর প্রস্তাবের অন্তনির্হিত অর্থ হল, বিজেপিকে হারাতে সক্ষম সবচেয়ে শক্তিশালী দলেরই টিকিট পাওয়া উচিত।
এই ফরমুলা মানতে হলে কংগ্রেস আড়াইশোর বেশি আসনে প্রার্থী দিতে পারবে না। স্বভাবতই হাত শিবির এই ব্যাপারে এখনও নিজেদের মতামত প্রকাশ্যে জানায়নি। শুধু আসন সংখ্যাই নয়, রাহুল গান্ধীকে বিরোধী শিবিরের মুখ করার কথাও নানাভাবে ভাসিয়ে রেখেছে কংগ্রেস।
শুক্রবারের বৈঠকে জম্মু-কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রতাহারের বিরোধিতা করে প্রস্তাব নেওয়ার দাবি তোলেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি।