ফের বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ গুজরাট। প্রকাশ্যে এল সেই রাজ্যের একটুকরো ভয়াবহতা।
পায়ে চোট নিয়ে রাস্তার ধারে সিগন্যালে দাঁড়ানো গাড়িগুলির দিকে করুণ চোখে এগিয়ে গিয়ে একটি চাবির রিং নেওয়ার আবদার জানাচ্ছে ছোট্ট একটি ছেলে। ভিডিওটি ভাইরাল হতেই একরত্তির জন্য একরাশ উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকরা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি ৭ই জুন পোস্ট করা হয়েছে। অনলাইনে শেয়ার করার পর থেকে এটি ৭.৯ মিলিয়ন ভিউ পেয়েছে।
প্রসঙ্গত, ছেলেটির পরিচয় জানা না গেলেও তাকে গুজরাটের এক ট্রাফিক পয়েন্টে একগুচ্ছ চাবির রিং বিক্রি করতে দেখা যাচ্ছে। ট্রাফিক পয়েন্টে থেমে থাকা এক ব্যক্তি ছেলেটির সঙ্গে কথা বলে পুরো ঘটনা তার মোবাইলে রেকর্ড করেন পরে তা ভাইরাল হয়। ভিডিওতে ছেলেটির ডান পা ক্ষত স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্ষতস্থানে মোড়ানো রয়েছে কাপড় ও প্লাস্টিক। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় শোরগোল। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে কেন এমন ঘটনা? প্রশ্ন তুলে সরব হয়েছে একাধিক মহল। সমাজমাধ্যমেও বইছে নিন্দার ঝড়।