বিজেপিশাসিত মণিপুরে এখনও অব্যাহত অশান্তির আগুন। জাতি হিংসায় গত দেড়মাস ধরে জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্য। কুকিদের সঙ্গে মেইতেই জনগোষ্ঠীর লড়াইয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বুধবার মণিপুরে চলা হিংসাকে দেশের আত্মার পক্ষে গভীর ক্ষত হিসেবে উল্লেখ করে শান্তি বজায় রাখার জন্য উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের কাছে আর্জি জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এদিন সন্ধ্যায় মণিপুরে চলা হিংসা নিয়ে এক ভিডিও বার্তা জারি করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
উক্ত ভিডিওয় সোনিয়া বলেছেন, “মণিপুরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দেওয়া হিংসা দেশের অন্তরাত্মায় গভীর ক্ষত তৈরি করেছে। নিজেদের আস্তানা ছেড়ে আজ সাধারণ মানুষ প্রাণভয়ে পালিয়ে যাচ্ছেন। গত ৫০ দিন ধরে মণিপুরে এক মানবিক বিপর্যয়ের সাক্ষী থেকেছি আমরা। যে বিপর্যয় হাজার-হাজার মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। যে সব পরিবার তাঁদের পরিজনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এক সময়ে যাঁরা শান্তিপূর্ণ পরিবেশে পাশাপাশি, একত্রে বসবাস করতেন, আজ তাঁরাই পরস্পরের ওপরে চড়াও হচ্ছেন, হামলা চালাচ্ছেন। এই দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক।” পাশাপাশি, মণিপুরে শান্তি ফেরাতে মহিলাদের এগিয়ে আসারও আর্জি জানিয়েছেন সোনিয়া। “মণিপুরের সাধারণ মানুষকে বিশেষ করে আমার বোনদের কাছে অনুরোধ করছি, ফের শান্তি ফেরাতে আপনারা এগিয়ে আসুন, পথ দেখান। আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই আমরা হারিয়ে যাওয়া পারস্পারিক বিশ্বাসকে ফিরিয়ে আনতে পারব”, জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।