স্কুলে প্রার্থনা চলছিল। আর তার মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়ে আচমকা মৃত্যু হল ছাত্রীর। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ১৪ বছরের ওই ছাত্রী স্কুলের প্রার্থনা হলে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুলে পড়ত ওই ছাত্রী। বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতোই সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। কিন্তু সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে। এর পর স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশকেও পুরো বিষয়টি জানান কর্তৃপক্ষ। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।