রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র ফেরত পাঠানো নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে রাজভবন। রাজ্যপাল ঘুরপথে পঞ্চায়েত ভোটে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কুণাল ঘোষ সাফ বলছেন, ‘এভাবে রাজ্যপাল যদি পঞ্চায়েত নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সি ভি আনন্দ বোস বাংলা থেকে দূর হটো’।
আসলে বুধবার গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সরিয়ে দেওয়ার উদ্দেশে তাঁর যোগদানপত্র নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশনার পদে রাজ্যপাল ছাড়পত্র দেওয়ার পরে নবান্ন থেকে রাজীবের নামে যোগদানপত্র পাঠানো হয়েছিল। তাতে সই না করেই ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। ফলে রাজ্য নির্বাচন কমিশনার পদে তাঁর থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
ভোটের মাত্র ১৬ দিন আগে রাজভবনের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ভোট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটা নিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন কুণাল। তিনি বলছেন, ‘রাজ্যপাল পদকে সম্মান করি, কিন্তু ভোটের আগে দাঁত-নখ বের করেছেন, সেটার প্রতিবাদ করছি’।