রাতদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করে যায় তারা। বিরোধিতা করার সুযোগ খুঁজে বেড়ায়। কিন্তু কাজের বেলায় সেই মমতাকেই অনুকরণ করতে হল বামেদের। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত জনমুখী প্রকল্পগুলিকে হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামছে তারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার ইস্তাহার প্রকাশ করেছে বামফ্রন্ট। গতকাল সিপিএম রাজ্য দফতরে বামফ্রন্টের ইস্তাহার প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, স্বপন বন্দ্যোপাধ্যায়, নরেন চট্টোপাধ্যায়, তপন হোড় প্রমুখ বাম নেতৃত্ব।
বামেদের সেই নির্বাচনী ইস্তেহারে সামাজিক সুরক্ষা বিষয়ে বলা হয়েছে, আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য চালু জনকল্যাণমুখী প্রকল্প অব্যাহত থাকবে। এবং সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প হবে প্রয়োজনভিত্তিক এবং রূপায়ণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এর থেকেই স্পষ্ট, আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য রাজ্যজুড়ে মমতার চালু করা যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প সাড়া ফেলেছে গোটা দেশে, সেরার পুরস্কারও ছিনিয়ে আনছে, সেই বিষয়গুলি অস্বীকার করতে পারেনি বামেরা। তাই ইস্তাহারে তারা বলতে বাধ্য হয়েছে, জনকল্যাণমুখী প্রকল্প অব্যাহত থাকবে। অর্থাৎ, কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পকেই হাতিয়ার করছে তারা। প্রচারে সিপিএম বলছে, তারা জিতলেও এসব প্রকল্প বন্ধ হবে না।