দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে তখন উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। এর ফলে বর্তমানে জল থইথই পরিস্থিতি আলিপুরদুয়ারে। একটানা বৃষ্টির জেরে ঘর থেকে বেরতে পারছেন না অনেকেই। কিন্তু তাই বলে তো আর ভোটের আগে প্রচার বন্ধ রাখা যায় না! ফলে এই পরিস্থিতিতেই অভিনব প্রচার সারলেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী অনুপ দাস। জলমগ্ন এলাকায় মই দিয়ে দোতলায় উঠে ভোটারদের সঙ্গে সংযোগ সারলেন তিনি।
বুধবার দুপুরের পর বৃষ্টি থামে আলিপুরদুয়ারে। আর তারপরই প্রচারে বেরিয়ে পড়েন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী অনুপ দাস। চাপরের পার ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে যান তিনি। গতকাল তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। আর সেই সময়ই একেবারে মই বেয়ে কাঠের দোতলায় ভোটারের কাছে পৌঁছে যান অনুপ। এলাকার জল নিকাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তৃণমূল প্রার্থীর এ হেন অভিনব প্রচারে এলাকায় হইচই পড়ে গিয়েছে।