আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে আগামী ২৩ জুন, শুক্রবার বিহারের পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী দলগুলির মেগা বৈঠক। যেখানে যোগদানের কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার জানা গেল, ওই বৈঠকে তাঁর সঙ্গী হবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বৈঠক ডেকেছেন। মমতার ‘সুপারিশ’ মেনে দিল্লির বদলে বিহারে বৈঠকের আয়োজন করেছেন তিনি। গত ২৪ এপ্রিল আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে সঙ্গে নিয়ে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জেডিইউ সুপ্রিমো। সে সময়প তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বিরোধী বৈঠক ডাকুন।’
আসন্ন পাটনা বৈঠকে মমতার সঙ্গে অভিষেকের যোগদানের সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, মমতার এই সিদ্ধান্তে ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমীকরণে তৃণমূলের ‘মুখ’ হিসাবে অভিষেকের ‘প্রতিষ্ঠা’ নিশ্চিত হল। পাশাপাশি, জাতীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলির সমঝোতাকে যে তৃণমূল নেত্রী যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, অভিষেককে সঙ্গী করে সেই বার্তাও দিলেন মমতা।