ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এবার আইএসএফ নেতা ও বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওসাদের পাশাপাশি একাধিক আইএসএফ কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। মূলত খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে কাশীপুর থানা।
নওসাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার ঘটনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ভাঙড়ে অশান্তির ঘটনায় যাঁরা প্ররোচনা দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে হয়তো তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য নেই। আইন আইনের পথে চলবে। তৃণমূল মনোনয়নে বাধা দিলে আইএসএফ প্রার্থী দিল কীভাবে?
ভাঙড়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে দফায় দফায় সংঘর্ষ হয় স্থানীয় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে। ১৫ জুন সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী রাজু নস্কর। দু’জন আইএসএফ কর্মী খুন হয়েছেন বলে দাবি করে আইএসএফ। পর দিন কাকদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাঙড়ের ঘটনায় তৃণমূল দায়ী নয়। অশান্তি ছড়ানোর ঘটনায় তিনি কার্যত দায়ী করেন আইএসএফ তথা নওসাদ সিদ্দিকিকে। পরে দেখা যায়, ভাঙড়ে রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখতে কৌশল বদল করছে শাসক দল। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ভাঙড় দেখভালের দায়িত্ব দেওয়া হয়।