রাজ্যে গরমের ইনিংস এখনও পুরোপুরি শেষ না হলেও তাপমাত্রা আগের থেকে অনেকটা কমেছে। বন্ধ হয়েছে তাপপ্রবাহের পালাও। এরই মধ্যে এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, আজ বুধবার তুমুল ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আগামী পাঁচ দিন মুষলধারে বৃষ্টিতে ভিজবে পাহাড়। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। গত ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে তা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে ১৯ জুন। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুষলধারে বৃষ্টির হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ থেকে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে পাহাড়ে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকে পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।