আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে আগামী ২৩ জুন, শুক্রবার বিহারের পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী দলগুলির মেগা সম্মেলন। তবে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারই পাটনায় পৌঁছে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর পরামর্শেই শুক্রবারের সম্মেলনের আয়োজন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। শুক্রবার বেলা ১১ টায় বৈঠক শুরু হবে মুখ্যমন্ত্রী নীতীশের সরকারি বাসভবন ১ অ্যানে মার্গে। ওই দিনই বিকালে মমতা কলকাতায় ফিরে আসবেন বলে আপাতত ঠিক আছে।
তবে বৃহস্পতিবার পাটনায় মমতার প্রধান কর্মসূচি হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ঠিক আছে, বৃহস্পতিবার কলকাতা থেকে মুখ্যমন্ত্রী বিকাল ৩টে নাগাদ বিমানে পাটনার উদ্দেশে রওনা হবেন। ৪টে নাগাদ তাঁর বিমান পাটনা পৌঁছে যাবে। আপাতত মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি চূড়ান্ত হয়েছে, তা হল বিমান বন্দর থেকেই সোজা লালুপ্রসাদের বাড়িতে যাবেন মমতা। লালু পত্নী বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ বাংলোতেই থাকেন আরজেডি সুপ্রিমো। একই বাড়িতে থাকেন তাঁদের দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বী। তৃণমূল সূত্রের খবর, লালুপ্রসাদের সঙ্গে মমতার বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ।