আগামী ৩০ জুন এক বছর পূর্ণ হবে মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি জোট সরকারের। আর তার আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার একটি পাতাজোড়া বিজ্ঞাপন ঘিরে চির ধরেছে শাসক জোটে। মহারাষ্ট্রে এখন বিধানসভার ভোট হলে মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দ হিসাবে কাকে বেছে নেবেন রাজ্যবাসী? গত সপ্তাহে রাজ্যের প্রথমসারির সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপনে তারা দাবি করেছিল শিন্ডেকেই মানুষ ফের মুখ্যমন্ত্রী হিসাবে চাইবেন। প্রকাশ্যে বিজেপির কেউ বিজ্ঞাপনটি নিয়ে কড়া প্রতিক্রিয়া না দিলেও শিন্ডের স্পর্ধায় একান্তে পদ্ম শিবিরের অনেক নেতাই অসন্তোষ প্রকাশ করেন। তবে জোট সঙ্গীকে এবার যেন তারই পাল্টা দিল গেরুয়া শিবির।
মঙ্গলবার বাজারে ছাড়া হয়েছে একটি সমীক্ষা রিপোর্ট। রাজনৈতিক মহলের খবর, বিজেপির অর্থানুকুল্যে তৈরি সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, মহারাষ্টে এখন বিধানসভার ভোট হলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। সবচেয়ে বেশি মানুষ, প্রায় ৩৫ শতাংশ রাজ্যবাসী তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেতে চায়। সরকার গঠনেও অন্যান্য দলের থেকে বিজেপি অনেক এগিয়ে থাকবে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, নয়া সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের তালিকায় বর্তমান মুখ্যমন্ত্রী শিন্ডে আছেন চতুর্থ স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে কংগ্রেসের অশোক চৌহান এবং এনসিপির অজিত পাওয়ার। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটা বিজেপির ছক। শিন্ডেকে জবাব শুধু নয়, প্রকাশ্যে খাটো করতেই এমন সমীক্ষা রিপোর্ট তৈরি করানো হয়েছে।