আগামী ২০৩০ সালের মধ্যে ৮ কোটি টন উত্পাদনে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছে শ্রী সিমেন্ট লিমিটেড। সংস্থার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মিলিয়ে বাংলায় একটি নতুন গ্রাইন্ডিং ইউনিট ও উত্পাদন ক্ষমতা সম্প্রসারণ করতে চলেছে সংস্থা।
হরি মোহন বাঙ্গুরের নেতৃত্বাধীন সংস্থা মোট চারটি প্রকল্প চালু করবে। এর সম্মিলিত সিমেন্ট উত্পাদন ক্ষমতা প্রায় ১.০৫ কোটি টন। এতে প্রায় ৫,৫০০-৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য সুখবর হল, রাজ্যের সাঁকরাইল-কোলাঘাট এলাকার কাছে একটি উত্পাদন কেন্দ্র তৈরি করা হবে। এছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং কর্ণাটকে নতুন প্লান্ট স্থাপন হবে। এই সকল স্থানে জমির ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর সেই কারণেই বর্তমানে সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেছে শ্রী সিমেন্ট। সেই অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
এমনিতেই এগুলি ছাড়াও পুরুলিয়া, রাজস্থানের নবলগড় এবং অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তিনটি উত্পাদন কেন্দ্র গড়ছে শ্রী সিমেন্ট। কলকাতায় সদর দফতর সংস্থার।
চিনের পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী এবং ব্যবহারকারী দেশ ভারত। ২০২৩ সালের জানুয়ারির হিসাব অনুযায়ী, দেশে মোট সিমেন্ট উত্পাদন ক্ষমতা ৫৭০ মিলিয়ন টন।