আশ্রমের মধ্যে কুকীর্তিতে জড়িয়ে জেলে ঠাঁই হয়েছে দেশের একাধিক ‘ধর্মীয় গুরুর’। এবার বিশাখাপত্তনমে পুলিশের জালে পড়ে গেল এক ভন্ড সাধু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আশ্রমে ১৫ বছরের এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করছেন ওই ভন্ড। পূর্ণানন্দ সরস্বতী নামে ওই ভন্ড সাধুকে নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিস। বিশাখাপত্তনমের ভেনকোজিতে একটি আশ্রম চালাতেন তিনি।
পুলিস সূত্রে খবর, নাবালিকার বাবা-মা অনেরক আগেই মারা গিয়েছেন। ফলে তার ঠাঁই হয়েছিল মামার বাড়িতে। সেই মামা তাকে ২ বছর আগে রেখে যায় বিশাখাপত্তনমের ওই আশ্রমে। তার পর থেকেই শুরু হয় ওই নির্যাতন। পুলিশের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আশ্রমে ওই নাবালিকাকে গত কয়েকমাস ধরে ধর্ষণ করত ওই ভন্ড সাধু। বাবা-মা কিংবা কোনও অভিভাবক না থাকায় ওই সুযোগ নিয়েছিল পূর্ণানন্দ। পকসো-সহ একাধিক ধারায় পূর্ণানন্দের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার সংবাদসংস্থাকে জানিয়েছেন, পা টেপার অছিলায় প্রায়ই আশ্রমের নাবালিকাদের ঘরে ডাকতেন পূর্ণানন্দ। কিছুদিন আগেই আশ্রম তেকে পালিয়ে যায় ওই নাবালিকা। কিছু লোক তাকে নিয়ে যায় শিশু সুরক্ষা সংগঠনের কাছে। তাদের সহায়তাতেই পুলিশের কাছে হাজির হয় ওই নাবালিকা। বেগতিক দেখে পূর্নানন্দই নিখোঁজ ডাইরি করেন। তবে নাবালিকা অভিযোগের পর বেরিয়ে আসে বাবা-র কুকীর্তি।