তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই তিনি নিউ ইয়র্কে পৌঁছন। সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনাও। এবারের সফরে নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে ‘লটে নিউ ইয়র্ক প্যালেসে’ থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল পার্ক থেকে ১০-১২ মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত এই হোটেলে এক রাত কাটাতে কত টাকা খরচ হয়, তা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
নিউ ইয়র্কের এই জনপ্রিয় হোটেলে এই প্রথম নয়, এর আগে ২০১৪ ও ২০১৯ সালেও যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, তখনও এই হোটেলেই ছিলেন। পাঁচতারা এই হোটেলে সাধারণ রুমের ভাড়া শুরু হয় ৪৮ হাজার টাকা থেকে। প্রতি রাত পিছু ৪৮ হাজার টাকায় কেবল কিং সাইজ বিছানায় ঘুমানোর সুবিধাই পাবেন আপনি।
এই হোটেলে মোট ৭৩৩টি রুম রয়েছে। রয়্যাল স্যুটও রয়েছে এই হোটেলে। রুমের আকার যত বড় হবে, যত বেশি পরিষেবা দেওয়া হবে, ততই হোটেল রুমের ভাড়াও বাড়তে থাকবে। হোটেলের পেন্টহাউস স্যুটে প্রতি রাতে থাকার খরচ ১২.১৫ লক্ষ টাকা!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে ব্যস্ত থাকবেন। আগামী ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বিশেষ নৈশভোজেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। পাশাপাশি তিনি ওই দিনই মার্কিন কংগ্রেসে বক্তব্যও রাখবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন।