বেশিক্ষণ স্থায়ী হল না জয়ের উদযাপন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের দুবরাজপুরে পঞ্চায়েত সমিতিতে জয় পেলেও কয়েক মুহূর্তের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজয়ী প্রার্থী! দলের প্রতীকে জেতা প্রার্থীর এহেন কর্মে স্বাভাবিক বিপাকে জেলা বিজেপি নেতৃত্ব। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পদুমা এলাকা থেকে ১৭ নম্বরে মহিলা তপশিলী উপজাতি সংরক্ষিত আসনে তৃণমূল, বিজেপি, সিপিএমে প্রার্থী দেয়। তৃণমূলের পক্ষ থেকে শেখ গিয়াসউদ্দিনকে ওই আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দলের সঙ্গে পরামর্শ করে রোজমেরি কিস্কুকে তৃণমূলের প্রার্থী করেন। কিন্তু মনোনয়নের স্কুটিনি পর্বে ভুল থাকায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলত ১৭ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে সরাসরি বিজেপি ও সিপিএমের মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়।
উল্লেখ্য, লক্ষ্মীদেবীর ছেলে কার্ত্তিক মুর্মু জানান, তাঁর মাকে ভুল বুঝিয়ে বিজেপি প্রার্থী করেছিল। তিনি নিজে বরাবর তৃণমূলের কর্মী,সমর্থক। মূলত তাঁর উদ্যোগেই লক্ষ্মী মুর্মু তৃণমূলে যোগ দেওয়ার জন্য রাজি হন। মঙ্গলবার শেষ মুহুর্তে সিপিএমের প্রার্থী নাম প্রত্যাহার করে নেন। বিজেপির লক্ষ্মী মুর্মু বিনা যুদ্ধেই জয়ী হয়ে তৃণমূলে যোগ দেন। লক্ষ্মীদেবী বলেন, স্বেচ্ছায় ছেলের পরামর্শে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি।