অনেকেই ভাবেন দলের টিকিট না পেলে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। কিন্তু নির্দল হয়ে জিতে আসলে দলে আর সুযোগ নেই। যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই। নব জোয়ার সভা থেকেই সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার সেই মর্মেই জেলায় জেলায় বার্তা পাঠাল দলীয় নেতৃত্ব। ‘নির্দল’ প্রার্থী হওয়া দলীয় নেতা-কর্মীদের জন্য আরও কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিল দল। তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, দলীয় টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তারা আজ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। প্রয়োজনে বহিষ্কার করা হবে দল থেকে৷ এই মর্মে ইতিমধ্যেই জেলা নেতৃত্বদের জানিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।