রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই এক দফায় ভোট। অগস্ট মাসের মধ্যেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি জায়গায় নতুন বোর্ড গড়ে ওঠার কথা। আর তার পরেই বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঠিক করা হয়েছে, বাংলার যে সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল বোর্ড গড়বে সেখানে দলীয়ভাবে সেই বোর্ডের মাথায় তৈরি করে দেওয়া হবে একটি পরামর্শদাতা কমিটি। সেই কমিটিতে প্রতিনিধি হিসাবে থাকবেন সমাজের সর্বস্তরের মানুষ। থাকবেন বিরোধীদলের সদস্যরাও। পঞ্চায়েত প্রধান বা সমিতির সভাপতিরা এই কমিটির পরামর্শ মেনেই উন্নয়নমূলক কাজ করবেন।
তবে যেখানে যেখানে বিরোধীরা বোর্ড গড়বে সেখানে এই ব্যবস্থা লাগু করা হবে না। জোড়াফুল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২টি বিষয়ে জোর দিতেই এই কমিটি গড়া হবে। প্রথমত, প্রতিটি এলাকার প্রকৃত সমস্যা জানতে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়তেই এই উদ্যোগ। দ্বিতীয়ত, এই প্রথম অরাজনৈতিক মানুষও পঞ্চায়েতকে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কাজ করাতে পারবেন। মানুষের সমর্থন নিয়ে জনগণের পঞ্চায়েত গঠিত হবে।
