আজ রথযাত্রা। দাদা বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে আজ রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার দিন প্রভু জগন্নাথের। স্বয়ং ভগবান এদিন নেমে আসেন ভক্তদের মধ্যে। তাই এদিন সকাল থেকেই দেশজুড়ে ধূমধাম করে রথযাত্রার উৎসব শুরু হয়ে গিয়েছে। বাদ নেই বাংলাও। এহেন পূণ্য দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তাঁকে কলকাতার রাজপথে দেখা যাবে ইসকনের রথের রশি টানতে। তিনিই রথযাত্রার উদ্বোধন করবেন। সঙ্গে দেবেন বার্তাও। সেই দিকেই তাকিয়া আছেন রাজ্যবাসী। মমতার সঙ্গে রথের সম্পর্ক অবশ্য নতুন নয়। রথের প্রতি ও জগন্নাথের প্রতি বাঙালির টান বুঝেই দিঘায় পুরীর অনুকরণে জগন্নাথ মন্দির বানানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে পুরীতে অতিথিশালা তৈরির পরিকল্পনাও রয়েছে। সদ্য উড়িষ্যায় গিয়ে জমিও দেখে এসেছেন তিনি।