ক্রমশই আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এবার সোশ্যাল মিডিয়ায় সেখানের এক ভয়ঙ্কর অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল সর্বত্র। ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, করুণ চোখে হাঁটু মুড়ে মাটিতে বসে রয়েছেন এক যুবক। গলায় কুকুরের চেন-কলার বেঁধে তা দিয়ে টান মেরে ক্ষমা চাইতে বলা হচ্ছে ওই যুবককে। তাঁকে পরের পর লাথি মেরে চলেছে একদল যুবক। কেউ আবার হাতে ছুরি নিয়ে তেড়ে যাচ্ছে তাঁর দিকে। শুধু তাই নয়, কুকুরের মতো করে ডাকতে বাধ্য করা হচ্ছে ওই যুবককে। বারবার ক্ষমা চাইলেও রেয়াত করা হচ্ছে না তাঁকে।
অসহায় ওই যুবককে বলতে শোনা যাচ্ছে, ‘সাহিল ভাই আমার বাবা, আমার দাদা। ফৈজান ভাইও আমার ভাই। আমার মা ওর মা, ওর মা আমার মা।’ এরপর তাঁকে তাঁকে কুকুরের মতো করে ডাকতে বলে অভিযুক্তরা। বিজয় রামচন্দানি নামে যুবক কাঁদো কাঁদো হয়ে বলে, সাহিল ভাই, আমি কিছু করিনি। যা করার শাহরুখ করেছে। ও আমাকে ভয় দেখিয়েছে।’ এরপর সোশ্যাল মিডিয়ার কোনও এক ‘স্টোরি’র প্রসঙ্গ উত্থাপন করতেও শোনা যায় তাঁকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা, এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার ধারায় যোগ করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পরেই সমীর, সাজিদ ও ফাইজান নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তরা বিজয় রামচন্দানি নামে ওই যুবককে আগে থেকেই চিনত। ঘটনার দিন স্কুটি নিয়ে যাওয়ার সময় ফৈজান এবং সমীর বিজয়ের পথ আটকে দাঁড়ায়। তাঁকে থাপ্পড় মেরে স্কুটির চাবি ছিনিয়ে নিয়ে তাঁর পকেটে তল্লাশি চালাতে শুরু করে। সমীর তাঁকে খুনের হুমকিও দেয়।
এর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে হাজির হয় বিলাল, মুফিদ এবং সাহিল। তারা এসেই বিজয়কে মারতে শুরু করে। ছুরি দিয়ে তাঁকে ভয় দেখিয়ে একটি বাইকে করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে। পকেট থেকে ৮০০ টাকা এবং দুটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজন বিজয়ের গলায় একটি চেন দেওয়া কলার বেঁধে দিয়ে তাঁর মা এবং বোনকে নিয়ে অশ্রাব্য কথা বলতে শুরু করে। বিজয় জানিয়েছেন, মারধর করতে ক্রেটি অভিযুক্তরা তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে এবং গরুর মাংস খাওয়া শুরু করতে বলে। তিনি আরও অভিযোগ করেছেন, ওই যুবকরা তাঁর ভাই এবং পরে মাকেও ডেকে হুমকি দিয়েছে।