দশ বছর আগের অধ্যায়। কেন্দ্রে মনমোহন সিং সরকারের বিরুদ্ধে যখন প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, তখন ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন ছিল, কমিউনিস্ট চিনকে কেন লাল চোখ দেখাচ্ছে না ভারত?
দশ বছর পর সেই ছাপ্পান্ন ইঞ্চিই প্রতিষ্ঠান বিরোধিতায় আক্রান্ত। গালওয়ানে চিনা আগ্রাসন, ভারত সীমান্তে ঢুকে পড়া নিয়ে প্রবল প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গালওয়ানের ঘটনা নিয়ে সর্বদল বৈঠক ডাকতে হয়েছিল সরকারকে। ঠিক তিন বছর আগে আজকের দিনে অর্থাৎ ১৯ জুন সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “ওখানে আমাদের সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে আসেনি, আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই। আমাদের কোনও সেনা চৌকি অন্য কারও দখলেও নেই’। প্রধানমন্ত্রী অবশ্য কোনও স্থান বা পাত্রের কথা সেদিন বলেননি।
কিন্তু এর পর বিভিন্ন সময়ে কখনও উপগ্রহ চিত্র দেখিয়ে, কখনও বা সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে বিরোধীরা লাগাতার দাবি করে গিয়েছেন যে, লাদাখে অনেকটা ঢুকে এসেছে চিনা সেনা। প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করেছেন। সোমবারও সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ‘চিনকে ক্লিন চিট দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পর থেকে এখনও পর্যন্ত ওঁর মুখে এ নিয়ে আর কিছু শোনা যায়নি। বেজিংয়ের সঙ্গে দরকষাকষির জোরটাই এর ফলে দুর্বল হয়ে গিয়েছে নয়াদিল্লি’।