মনোনয়ন পর্ব শেষ হয়েছে৷ আর মাত্র ক’টা দিন বাকি৷ আগামী মাসের ৮ জুলাই এ রাজ্যের পঞ্চায়েত ভোট৷ কিন্তু, পঞ্চায়েত ভোটের মাঝে আচমকাই কার্যত লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ ২৪ পরগনার ফলতার সভামঞ্চে দাঁড়িয়ে নিজেই প্রকাশ করলেন সাংসদ অভিষেকের নিজের রিপোর্ট কার্ড৷ নাম ‘নিঃশব্দ বিপ্লব’৷
কী এই ‘নিঃশব্দ বিপ্লব’? ‘নিঃশব্দ বিপ্লব’ আদতে হল সাংসদ অভিষেকের কাজের খতিয়ান৷ এদিন এই বই প্রকাশ করে অভিষেক বলেন, ‘এটা আমাদের দায়বদ্ধতা, যাঁরা আমাকে জিতিয়েছেন, তাঁদের হিসাব দেওয়া আমার দায়িত্ব। বছরে সাংসদ হিসাবে যে ৫ কোটি করে টাকা পেয়েছি, তার খরচের খতিয়ান তুলে ধরা আমার কাজ৷ আমি নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে আজ হিসাব দিচ্ছি। কোভিডের জন্য গত দুই বছর এই পুস্তক বার করতে পারিনি। তাই সাত বছরের কাজের খতিয়ান দিচ্ছি।’
এরপরেই দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে অভিষেকের দাবি, ‘দেশের কোনও সাংসদ এটা করে না৷ এমনকি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও করেন না। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। বিরোধীদের অনুরোধ করব, আপনারাও আপনাদের রিপোর্ট কার্ড সামনে নিয়ে আসুন। বিজেপিকে বলব, একটা বই নয়, একটা পাতা প্রকাশ করে দেখান। তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। বিজেপিকে চ্যালেঞ্জ করছি। গত নয় বছর দক্ষিণ ২৪ পরগণার জন্যে কী করেছে, বা রাজ্যের জন্য কী করেছে, তার একটা হিসাব দিন।’
পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ প্রসঙ্গেও এদিন মন্তব্য করতে দেখা যায় অভিষেককে৷ তাঁর কথায়, ‘আমি কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপকার করেছেন। আগের ভোটেও কেন্দ্রীয় বাহিনী ছিল। রেজাল্ট কী? পঞ্চায়েত ভোটেও তৃণমূল কংগ্রেস জিতবে। কেন্দ্রীয় বাহিনী দিলেও জিতবে। ভোট মানুষ দেয়। ভোট হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই দেয় না’।