কেদারনাথ মন্দির সংস্কারের সময় গর্ভগৃহের দেওয়াল সোনার পাত দিয়ে মোড়া হয়েছে। ভক্তদের দানের টাকায় এই কাজ করা হয়েছে। খরচ হয়েছে ১২৫ কোটি টাকা। এই কাজ সম্পন্ন হয়েছে গত বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কার হওয়া মন্দির নতুন করে ভক্তদের জন্য খুলে দেন।
মন্দিরের এক প্রবীণ পুরোহিত হালে অভিযোগ করেছেন, সোনা নয়, বদ্রীনাথ-কেদারনাথের গর্ভগৃহ অর্থাৎ মন্দিরের ভিতরের দেওয়াল পিতলের পাত দিয়ে মোড়া হয়েছে। সন্তোষ ত্রিবেদী নামে ওই পুরোহিতের বক্তব্য, ‘১২৫ কোটি টাকাই মন্দির কমিটি নয়ছয় করেছে।’
প্রতি বছর কয়েক কোটি মানুষ কেদারনাথ-বদ্রীনাথে পুজো দিতে যান। হিন্দু পীঠস্থানের অন্যতম হল কেদারনাথ-বদ্রীনাথ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়ায় সংস্কারের জন্য বেশ কিছুদিন মন্দির বন্ধ রাখতে হয়েছিল। মন্দির সংস্কারের পাশাপাশি সেখানে যাতায়াতের উন্নত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। চালু হয়েছে হেলিকপ্টার সার্ভিস। এছাড়া পুণ্যার্থীদের থাকার ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
স্বভাবতই প্রবীণ পুরোহিতের অভিযোগ মুহূর্তে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। মন্দির কমিটি যদিও পুরোহিতের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ত্রিবেদীর ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়ায় রীতিমতো চাপে পড়েছে মন্দির কর্তৃপক্ষ।
পুরোহিত ত্রিবেদী তীর্থযাত্রী মহাপঞ্চায়েতের সহ-সভাপতি। কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মহাপঞ্চায়েত। চাপের মুখে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি সোশ্যাল মিডিয়ার প্রচারকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে বিবৃতি দেয়। কিন্তু সরাসরি ত্রিবেদীর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।