এবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ইঙ্গিত দিলেন, নিজের পোশাক, সানগ্লাসের মতো ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীও সরকারি টাকায় কিনছেন রাজ্যপাল। যা অনৈতিক। প্রসঙ্গত, রাজ্যপাল সি ভি আনন্দ বোস বড়ই সৌখিন মানুষ। জনসমক্ষে যখনই আসেন, বেশ পরিপাটি হয়েই আসেন। দামি স্যুট, কেতাদুরস্ত রোদচশমা তাঁর নিত্যসঙ্গী। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসা কবলিত এলাকাগুলিতে পর্যবেক্ষণে গিয়েছিলেন রাজ্যপাল, সেখানেও তেমন পোশাক চোখে পড়েছে। কুণাল ঘোষের অভিযোগ, নিজের এই সৌখিন পোশাক রাজ্যপাল কিনছেন সরকারি টাকায়।
আজ, রবিবার সকালে তৃণমূলের রাজ্য সম্পাদক টুইট করে প্রশ্ন তুললেন,”মাননীয় রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, রোদচশমা, জুতো সরকারি টাকায় কিনছেন?” পাশাপাশি কুণাল বলছেন, “যদি রাজ্যপাল সেটা করে থাকেন, তাহলে তা অনৈতিক। ওঁর উচিত নিজের পোশাক নিজের টাকায় কেনা। রাজভবনকে সরকারের তরফে যে টাকা দেওয়া হয়, সেটার উপযুক্ত অডিট হওয়া উচিত। আমার অভিযোগ যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইতেও রাজি।” উল্লেখ্য, রাজভবনের পরিচালনা বাবদ নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেই। সেই টাকা সরকারি কাজের জন্য ব্যবহার হওয়ার কথা। তা যদি রাজ্যপাল ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, তাহলে তা অনৈতিক বলেই মত বিশেষজ্ঞ মহলের।