ক্রমাগত ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। শনিবার দুপুর ২টো থেকে রবিবার ভোর ৩টে ৫০, অর্থাৎ ১৪ ঘণ্টার মধ্যে পাঁচ-পাঁচ বার কাঁপল জম্মু ও কাশ্মীর। আর প্রতিটি ভূ-কম্পনের উৎসস্থল ছিল আলাদা। ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতির ঘটনাও তেমন ঘটেনি বলে জানা গিয়েছে। তবে আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে। শনিবার দুপুরের ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩। মনে করা হচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল রামবান জেলা।
এরপর দ্বিতীয় ভূমিকম্পটির তীব্রতার মাত্রা ছিল ৪.৫, যার জেরে রাত ৯.৪৪ নাগাদ লাদাখ এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। মাত্র ১৫ মিনিট পরেই ৪.৪ মাত্রার তৃতীয় ভূমিকম্প হয় কাশ্মীরে। শনিবার গভীররাতে ৪.১ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। পঞ্চম ভূমিকম্পটি অনুভূত হয় রবিবার ভোররাতে ৩টে ৫০ মিনিট নাগাদ। ৪-এর কাছাকাছি ছিল সেই কম্পনের তীব্রতা।