আর বেশি দেরি নেই। সামনেই বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচন। তুঙ্গে রাজনীতির পারদ। এবার এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন চিরঞ্জিত চক্রবর্তী। শনিবার বারাসতের বিধায়ক তথা অভিনেতা হাজির ছিলেন উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে। নতুন সিনেমা ঘোষণার পাশাপাশি এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গেও মুখ খুললেন তিনি।
এদিন তৃণমূলের নবজোয়ার কর্মসূচির বিষয়ে চিরঞ্জিৎ বলেন, “দুর্দান্ত সাড়া পেয়েছে এই কর্মসূচি। অভিষেক এর দারুণ ফল পাবেন। ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবেন। মমতা হয়তো মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। কেন্দ্রের দিকে ফোকাস করবেন তিনি। সেটার জন্য যে প্রস্তুতি দেখা গেল, তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল জনপ্রিয়তা, তার প্রমাণ মিলল নবজোয়ারের মধ্য দিয়েই।” ভবিষ্যতে অভিষেকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে কোনও অসুবিধে হবে না বলেই মনে করছেন বারাসতের বিধায়ক।
উল্লেখ্য, এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমাবেশে বারবার বিপুল জনজোয়ারের সাক্ষী থেকেছে বাংলা। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেও তার প্রমাণ মিলেছে। গত ২৫ই এপ্রিল শুরু হয়েছিল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। নির্বাচনের প্রাক্কালে দলকে তৃণমূল স্তর থেকে আরও মজবুত করতে ও জনসংযোগ দৃঢ়তর করতে গত ২ মাস ধরে বাংলার জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের নবজোয়ার যাত্রার কর্মসূচি সমাপ্ত হয়েছে। অতএব, এখন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শেষ লগ্নের প্রস্তুতি সারছে তৃণমূল।