এবার গোয়াতে মুসলিম বিরোধী মন্তব্য করে বসলেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর। যে দল হিন্দুদের স্বার্থে কাজ করে তাদের পক্ষে থাকার আর্জি জানালেন তিনি। এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সরাসরি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ব্যবসা রীতিমতো বয়কট করার নিদান দিয়েছেন সাভারকরের নাতি। হিন্দুদের উদ্দেশে তাঁর আবেদন, ব্যবসা হোক শুধু হিন্দুর সঙ্গে হিন্দুর।
প্রসঙ্গত, বৈশ্যিক হিন্দু রাষ্ট্র মহোৎসব সম্প্রর্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত সাভারকার। হিন্দু জনজাগৃতি সমিতির উদ্যোগে গোয়াতে এই ৬ দিন ব্যপী অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রঞ্জিত সাভারকার যে মন্তব্য করেছেন তা ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, তিনি হিন্দুধর্মাবলম্বীদের এমনও পরামর্শ দিয়েছেন, যে আপনারা শুধু ঝটকা মাংস খাবেন। এতে আমাদের টাকা মুসলিম কসাইদের কাছে চলে যাবে না।
তাঁর বার্তা, প্রচার এটাই হওয়া দরকার, আমরা মুসলিমদের সঙ্গে ব্যবসা করব না। হিন্দুদের মধ্যে ব্যবসা হবে। কিন্তু ভুলেও মুসলিমদের সঙ্গে ব্যবসা করবেন না। এদিকে যে সংস্থা এই অনুষ্ঠানের আয়োজক তাদের সঙ্গে সনাতন সংস্থার যোগ রয়েছে বলে খবর। সনাতন সংস্থা চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বলে পরিচিত। নানা ধরনের উগ্র কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত বলে খবর। সেই আয়োজকদের আয়োজিত অনুষ্ঠানে এসেই এ হেন বিতর্কিত মন্তব্য করলেন সাভারকরের নাতি।