গতকালই দেশ জুড়ে মুক্তি পেয়েছে রামায়ণের উপর ভিত্তি করে তৈরি ‘আদিপুরুষ’ ছবিটি। বিশাল বাজেটের ছবি হলেও এর হাস্যকর ভিএফএক্স এবং দুর্বল চিত্রনাট্যের জন্য মুক্তির পর থেকেই নেটিজেনদের কটাক্ষ-ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে ‘আদিপুরুষ’কে। দর্শকরাও সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন ছবিটিকে। এবার এই ছবিকে বিঁধলেন রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগরও।
‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েই মূলত অসন্তোষ প্রকাশ করেছেন প্রেম সাগর। তাঁর কথায়, এই ছবিতে রাবণ বা হনুমানের সংলাপ একেবারেই মর্যাদা রক্ষা করতে পারেনি অন্যতম প্রাচীন এই হিন্দু ধর্মগ্রন্থের। আধুনিক বলিউডি কায়দায় হনুমানকে ‘তোর বাবার তেলে তোর বাবারই লঙ্কা জ্বলবে’ ধরনের সংলাপ বলতে দেখে রীতিমতো ক্ষুব্ধ তিনি।
ছবিতে রাবণও যেন এক সাধারণ মানের খল চরিত্র। তাঁর মধ্যে যে শিক্ষা বা বীরত্ব ছিল তাকে সম্মান করতেন স্বয়ং রামও। এখানে সেই বীরত্ব একেবারেই অনুপস্থিত, দাবি প্রেম সাগরের। প্রসঙ্গত, প্রেমের বাবা রামানন্দ সাগর গত শতকে যে রামায়ণ বানিয়েছিলেন টেলিভিশনের জন্য তাতে আজকের মতো ঝাঁ চকচকে ভিএফএক্স ছিল না, বিশাল বাজেটও ছিল না। তবে সেই রামায়ণ যে আজও মানুষের মনে গেঁথে আছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রেক্ষাগৃহে দর্শকের কথাতেই।