২০২২-এর ২০ মার্চ বগটুইয়ের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখ খুন হয়েছিলেন। তারপর সেই রাতেই বদলার আগুনে পুড়েছিল গোটা গ্রাম। লাইন দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় ভাদুর বাহিনী। যার ফলে জীবন্ত জ্বলে মারা যান ১০ জন। সেই ঘটনার পর থেকেই যাতায়াত বাড়িয়েছিল বিজেপি।
পা জমিয়েছিল সিপিএমও। কিন্তু এবার বেআব্রু হয়ে গেল বগটুইয়ে দুই বিরোধী দলের সংগঠনের বেহাল দশা। যেখানে চারটি আসনের মধ্যে একটিতে প্রার্থীই দিতে পারল না তারা। ফলে সেই আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূলের নূর আলম ওরফে কালু। উল্লেখ্য, বগটুইয়ের এই গ্রামসভায় চারটি আসন। তার মধ্যে তিনটিতে বিজেপি, সিপিএম প্রার্থী দিলেও, অন্য একটিতে লোক খুঁজে পায়নি। এর থেকেই স্পষ্ট হয়ে গেল, যে সাংগঠনিক শক্তিতে এখনও সেখানে এগিয়ে তৃণমূলই।