এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, তৃণমূল কাউকে বাধা দেয়নি। গতকাল অভিষেক বলেন, ‘বিরোধীরা এখনও পর্যন্ত ৮০ হাজার আসনে মনোনয়ন জমা দিয়েছে। তৃণমূল মাত্র ১০ হাজার!
বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হলে আমাদের জানাক।’ তাঁর দাবি, ‘বিরোধীদের অভিযোগ সত্য নয়। এখনও পর্যন্ত বিরোধীরাই সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। আমরা কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দিইনি। আজ, বুধবার ও আগামীকাল আমরা মনোনয়ন জমা দেব। বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোথাও অসুবিধা হলে আমাদের জানাক।’