পঞ্চায়েত নির্বাচনের আগে সারা বাংলা জুড়ে জনসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে ‘নবজোয়ার’ কর্মসূচি চালাচ্ছে শাসকদল তৃণমূল। ২ মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ই জুন শেষ হবে নবজোয়ার কর্মসূচি। ওইদিন কাকদ্বীপে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সমাপ্তি সভা করবেন। তার আগে বুধবার বারুইপুর থেকে জয়নগর পৌঁছেই সমাজসেবার কাজে দেখা গেল অভিষেককে। রক্তদান শিবিরে গিয়ে নিজেই রক্ত দিলেন তিনি।
প্রসঙ্গত, আজ বারুইপুরে কর্মসূচি শেষ করে সন্ধে নাগাদ অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। এরপর একটি রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। তাঁর এই ভূমিকায় স্বভাবতই অত্যন্ত খুশি সকলে। এতটা পথ হেঁটে ক্লান্ত হলেও জনতার স্বার্থে অভিষেকের এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু এই রক্তদানই নয়, এর আগে একাধিক সময়ে অভিষেককে দেখা গিয়েছে জনতার পাশে থাকতে। বিভিন্ন জনসভায় যখনই কোনও প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখনই এগিয়ে গিয়েছেন তিনি। কখনও জনসভা বন্ধ রেখে জনতার সুবিধার দিকটি দেখেছেন। কখনওমাঝরাস্তায় গাড়ি থামিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ তৈরি দিতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে।