ভারতে থাকতে চাইছেন না ভারতীয় ধনকুবেররাই! হ্যাঁ, এবার প্রকাশ্যে এল এমনই তথ্য। ‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী দেশের ৬,৫০০ জন অতি ধনী ব্যক্তিই সম্ভবত ভারত থেকে চলে যাবেন। আলোচ্য রিপোর্টে বলা হয়েছে, ভারতে নতুন কোটিপতির সংখ্যা দ্রুত হারে বাড়ছে। প্রতিবেদন অনুসারে, ভারতে হাই নেট-ওয়ার্থ থাকা ব্যক্তিদের সংখ্যা ২০৩১ সালের মধ্যেই প্রায় ৮০% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এই সময়ের মধ্যে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল সম্পদের বাজারের স্থানে এসে যাবে। দেশের অভ্যন্তরে আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতের উন্নতির মাধ্যমে চালিত হবে এই প্রবৃদ্ধি।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে এমনিতেই বিদেশের জীবনের প্রতি একটি আকর্ষণ থাকে। সাধারণ ধনী ব্যক্তিদের সকলের পক্ষে বিদেশে যাওয়া সম্ভব নয়। কারণ তাঁদের দেশে ব্যবসা, কাজকর্ম, পরিবার থাকে। তাছাড়া ভারতে যে টাকায় বিলাসবহুল জীবনযাত্রা মেলে, তাতে লস অ্যাঞ্জেলেস, সুইজারল্যান্ড, দুবাই, সিঙ্গাপুরের মতো স্থানে মধ্য-উচ্চ মধ্যবিত্ত জীবনযাত্রা মিলবে। কিন্তু অতি ধনী ব্যক্তিদের ক্ষেত্রে এই পিছুটান থাকে না। তাছাড়া অন্য দেশে প্রবেশের নথিপত্র পাওয়াও তাঁদের পক্ষে অনেক সহজ হয়। ফলত উষ্ণ-আর্দ্র জলবায়ু, রাস্তাঘাটের ভিড় ইত্যাদি এড়াতে এবং আরও ভাল শিক্ষা, নিরাপত্তা ও উন্নত জীবনযাত্রার জন্য বিশ্বের সেরা শহরগুলির উদ্দেশে পাড়ি দিচ্ছেন ধনশালীরা। তাছাড়া অনেকের ক্ষেত্রে থাকে কর এড়ানোর বিষয়টিও।