ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলা। এবার ফের প্রকাশ্যে এল সেই চিত্র। গুজরাটে ধেয়ে আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় ‘বিপর্যয়’। আর তা আছড়ে পড়ার ৪৮ ঘণ্টা আগেই কয়েক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে দিল মোদী সরকার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলা বা অন্য রাজ্যের এমন বিপর্যয়ের ইঙ্গিত পেলে কেন এতটা তৎপরতা দেখান না প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী? খুব বেশি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেই দায়িত্ব ঝেড়ে ফেলেন বলে অভিযোগ। বিপর্যয়ের পর খুঁটিনাটি খোঁজখবর নেওয়ার পর আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা হলেও নানা অজুহাতে তা আটকে রাখার ঘটনাও বারবার ঘটেছে। অনেক সময়ই সেই ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলে অভিযোগ ওঠে। অথচ গুজরাটে ঝড়ের আগাম খবর মিলতেই নড়েচড়ে বসেছেন তাঁরা। সোমবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেলের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলার পরদিনই দু’দফায় অমিত শাহ জরুরি বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রের আধিকারিদের সঙ্গে।