আগামী জুলাই মাসেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এবার সেই ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচিই ঘোষণা করে দিল বিসিসিআই। সোমবার দুই বোর্ডের তরফেই এই সূচি প্রকাশ করা হয়। আগামী ১২ই জুলাই থেকে শুরু হচ্ছে সফর। প্রথমে টেস্ট সিরিজ খেলা হবে। তার পর এক দিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। টি-টোয়েন্টি সিরিজে আবার দুই দেশকে আমেরিকায় খেলতে দেখা যাবে। ১২ই জুলাই থেকে ১৬ই জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ২৭শে জুলাই শুরু হচ্ছে এক দিনের সিরিজ। ২৯শে জুলাই এবং ১লা অগস্ট বাকি দু’টি ম্যাচ। প্রথম দু’টি এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। ত্রিনিদাদে হবে তৃতীয় ম্যাচ।
পাশাপাশি, ৩রা আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও ত্রিনিদাদে হবে। ৬ এবং ৮ই অগস্ট বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানাতে। ১২ এবং ১৩ই আগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ। এই ম্যাচগুলি হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না।
একনজরে দেখে নেওয়া যাক ভারতের সূচি :
টেস্ট সিরিজ:
১২-১৬ই জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪শে জুলাই (ত্রিনিদাদ)।
এক দিনের সিরিজ:
২৭ এবং ২৯শে জুলাই (বার্বাডোজ) এবং ১ অগস্ট (ত্রিনিদাদ)।
টি-টোয়েন্টি সিরিজ:
৩রা অগস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ই জুলাই (গায়ানা), ১২ ও ১৩ই জুলাই (ফ্লোরিডা)।