২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপি-বিরোধী জোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আটকানোর রণকৌশল চূড়ান্ত করতে পদ্মশিবিরের বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টায় একাগ্র বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। আগামী ২৩শে জুন পাটনায় নীতীশের ডাকা এই বৈঠকে যোগ দিচ্ছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতি। রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং। “বিরোধীকে রুখতে পটনার বৈঠকে সমমনোভাবাপন্ন সব দলই যোগ দেবে। অন্তত ১৮টি বিরোধী দলের প্রতিনিধিরা হাজির থাকবেন”, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কংগ্রেস ছাড়াও বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট বাঁধাই লক্ষ্য নীতীশের। একমাত্র উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বাদে বাকি সব মুখ্যমন্ত্রীই জেডিইউ নেতার জোটে আসতে রাজি হয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন বাংলারর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই রয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এছাড়া অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা শরদ পওয়ারও বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী উপস্থিত থাকায় কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির দূরত্ব মেটানোরও প্রচেষ্টা চালানো হবে। সূত্র জানাচ্ছে, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাডু, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, পঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে বিজেপিবিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, বৈঠকে সে বিষয়ে সব দলকে নিয়ে এক মতে পৌঁছনোর চেষ্টা করা হবে। কারণ, ওই রাজ্যগুলি থেকে যদি অন্তত ২৫০ থেকে ৩০০ সিটে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপানো হবে। একের বিরুদ্ধে এক নীতি মেনে প্রার্থী দিলে, লক্ষ্যপূরণ সম্ভব বলেই আশাবাদী নীতীশ কুমার।