সাতের দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গরিবি হটাওয়ের ডাক দিয়ে রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রয়াত কংগ্রেস নেত্রীর প্রতি সম্মান জানাতে প্রথমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়ে ২০১৩ সালে রাজ্যে ইন্দিরা ক্যান্টিন চালু করেছিলেন সিদ্দারামাইয়া। যে প্রকল্পে গরীবদের রান্না করা খাবার দেওয়া হত। তবে কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিজেপি সরকার সেই প্রকল্প বন্ধ করে দেয়। এ নিয়ে রাজনৈতিক বিবাদ কম হয়নি। এবার
কর্ণাটকে ফের চালু হচ্ছে সেই ইন্দিরা ক্যান্টিন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন, চলতি সপ্তাহে রাজধানী বেঙ্গালুরুতে আড়াইশো ইন্দিরা ক্যান্টিন চালু হয়ে যাবে।
প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে ফের চালু করা হবে নিখরচায় খাবারের ওই প্রকল্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের ক্ষমতায় ফেরার পিছনে ওই প্রতিশ্রুতি বড় ধরনের প্রভাব ফেলেছে। ভোটের ফলের এলাকাভিত্তিক বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গরিব মানুষের ভোট সবচেয়ে বেশি পড়েছে হাত চিহ্নে। সেই কারণে এবার আরও বেশি গরিব মানুষকে ইন্দিরা ক্যান্টিন থেকে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থের সংস্থান করতে খরচের অর্ধেক বহন করবে রাজ্য সরকার। অর্ধেক পুরসভা। এছাড়া গ্রাম এলাকায় হাট কমিটিকে তিরিশ শতাংশ খরচ বহন করতে হবে। আগের মতই ব্রেকফাস্ট পাঁচ টাকা এবং দুপুরের খাবারের দাম দশ টাকাই থাকছে।