আগামী ১৪ জুন শাসকদলের পঞ্চায়েত প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। এমনটাই জানালেন সাংসদ সৌগত রায়। জানা যাচ্ছে, প্রায় ৬০ হাজার প্রার্থীতালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে না। বরং জেলায় জেলায় প্রকাশিত হবে।
কবে তা প্রকাশিত হবে,তা নিয়েই জল্পনা তুঙ্গে ছিল। সাংসদ সৌগত রায় জানিয়েছেন, আগামী ১৪ জুন প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। পাশাপাশি এও জানালেন, প্রার্থী তালিকা নির্বাচনে অভিষেক একাহাতে কাজ করছেন না।
সৌগত রায় উত্তর দেন, ‘প্রার্থী তালিকা প্রকাশ করার তাড়া কী? আজ ১২ তারিখ, ১৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে। রবিবারই বিভিন্ন জেলায় আমাদের লোকরা বসেছেন, প্রার্থী তালিকা ও সিম্বল দেওয়া জন্য’।
প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এবার বিশেষ জোর দিয়েছেন অভিষেক। প্রার্থীর ভাবমূর্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সৌগত রায় এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রত্যেক জেলায় আইপ্যাক কাজ করছে। তিন চার জনকে ঠিক করে দেওয়া হচ্ছে, প্রদেশ থেকে তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। সেক্ষেত্রে এলাকায় প্রার্থী কে হচ্ছেন, তা কারোর জানার ব্যাপার নেই বলেও পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি।