রবিবার ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মতুয়াধাম। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম বনগাঁ। সেই অশান্তির কারণে ৪টি মামলা রুজু হল। তারমধ্যে একটি মামলা আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।
রবিবার ঠাকুরনগরের মতুয়াধামে পুজো দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেইমতো সকাল থেকেই মন্দির চত্বর সাজানোর কাজ শুরু করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। অভিযোগ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তাঁর অনুগামীরা এসে তাণ্ডব শুরু করেন। ভেঙে দেওয়া হয় অভিষেকের জন্য বানানো তোরণও। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।
অভিষেককে মন্দিরে ঢুকতে দেবে না বলে হুঙ্কার দিয়েছিলেন শান্তনু। অভিষেক আসার আগেই নিজে মূল মন্দিরের ফটক বন্ধ করে ভেতরে বসে ছিলেন। অভিষেক মূল মন্দিরে ঢুকতে না পেরে, পাশের মন্দিরে পুজো দেন। তারপরই শান্তনু ঠাকুর ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এমনকী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ তোলেন।
অভিষেক মতুয়াধাম ছাড়তেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তৃণমূলের হাতে মার খেয়েছে তাঁর অনুগামীরা, এমন অভিযোগ করেন শান্তনু। পাল্টা তৃণমূলও বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ করে।
সন্ধ্যা গড়ালেও উত্তেজনার রেশ কমেনি। দুই দলই তাদের কর্মীদের নিয়ে চাঁদপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য গেলে, সেখানে ঝামেলা বাঁধে। এমনকী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর। সেই ঘটনাতেই এবার মামলা রুজু হল।