কেন্দ্রের আশ্বাসের পর দিল্লীতে আপাতত স্থগিত কুস্তিগিরদের আন্দোলন। এর মধ্যেই এশিয়ান গেমসে যোগ দেওয়ার কথা ভাবতে শুরু করে দিয়েছেন কুস্তিগিরেরা। এই মাসের শেষে ট্রায়াল হবে। তাতে অংশ নেবেন কুস্তিগিরেরা। কিন্তু প্রস্তুতির জন্য হাতে যথেষ্ট সময় নেই। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার জানান, ১৫ই জুলাইয়ের আগে সব ক্রীড়া সংস্থা এশিয়ান গেমসের দল ঠিক করবে।
প্রসঙ্গত, চীনে এশিয়ান গেমস হওয়ার কথা ২৩শে সেপ্টেম্বর থেকে। ৮ই অক্টোবর পর্যন্ত চলবে। চীনের হাংঝৌয়ে এ বারের এশিয়ান গেমস হওয়ার কথা। কুস্তি সংস্থার যাবতীয় কাজ এখন দেখাশোনা করছেন ভুপিন্দর সিংহ বাজওয়া এবং সুমা শিরুর। জুন মাসের শেষে দল নির্বাচন করবেন তাঁরাই। কুস্তিগিরেরা যদিও আরও একটু বেশি সময় চাইছেন। সাক্ষী মালিকের স্বামী সত্যার্থ কাদিয়ান নিজেও কুস্তিগির। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তাঁরা ট্রায়ালে অংশ নিতে চান। তার জন্য প্রস্তুতি নিতে অন্তত প্রয়োজন দেড় মাসের অনুশীলন।