কার্যত অঘটন ঘটল ফরাসি ওপেনের মহিলাদের সেমিফাইনালে। এবারের দ্বিতীয় বাছাই টেনিস তারকা এরিনা সাবালেঙ্কা হেরে গেলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুকোভার বিরুদ্ধে। খেলার ফল ৬-৭, ৭-৬, ৫-৭। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুকোভা। ২৬ বছরের তরুণী এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন। সেটাই ছিল তাঁর সেরা সাফল্য। এ বার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন তিনি।
উল্লেখ্য, সেমিফাইনালে সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম দু’টি সেটেই টাইব্রেকারে ম্যাচ নিয়ে যান মুকোভা। প্রথমটি জিতলেও দ্বিতীয়টিতে হেরে যান। শেষ সেটে এক সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন মুকোভা। সেখান থেকে ম্যাচ পয়েন্ট ভেঙে পর পর পাঁচটি গেম জিতে নেন তিনি। ৭-৫ ফলে সেট জেতেন। সেই সঙ্গে মুকোভা পৌঁছে যান ফাইনালে। প্রসঙ্গত, এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। ফরাসি ওপেনেও দারুণ ছন্দে ছিলেন। একের পর এক ম্যাচ অনায়াসে জিতেছিলেন। কিন্তু সেমিফাইনালে ধাক্কা খেলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই। এই বছর টানা ১২টি ম্যাচ জিতেছিলেন তিনি। কোনও গ্র্যান্ড স্ল্যামে এটাই প্রথম পরাজয় সাবালেঙ্কার।