চীনা আগ্রাসন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। চীনকে ভয় পেয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। বারবারই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। মাস তিনেক আগেই জানা গিয়েছিল, বেআইনিভাবে দখল করে রাখা আকসাই চীন এলাকায় রেললাইন বানাচ্ছে বেজিং। তখনই বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, আগামী দিনে তাদের বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে এই পদক্ষেপ। এবার আকসাই চীনে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে লাল ফৌজের তৎপরতার কথা উঠে এল ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের রিপোর্টেও। যা মোদী সরকারের উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট।
গত ছ’মাসের স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে চ্যাথাম হাউস। সেখানে বলা হয়েছে, চীনের সেনা পিপলস লিবারেশন আর্মিকে যাবতীয় সুবিধা দিতে আকসাই চীনে জোরদকমে নির্মাণকাজ শুরু করেছে শি জিনপিংয়ের প্রশাসন। ২০২২-এর অক্টোবর থেকে তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। ব্রিটিশ রিপোর্টে জানা গিয়েছে, বিতর্কিত আকসাই চীনে একটি হেলিপোর্ট, ১৮টি হ্যাঙ্গার এবং ছোট রানওয়ে তৈরি করছে চীন। যাতে জরুরি পরিস্থিতিতে ড্রোন, কপ্টার ও ফাইটার জেট ওটা-নামা করতে পারে। এছাড়াও একাধিক প্রশস্ত রাস্তা, ফাঁড়ি, পার্কিং এবং সোলার প্যানেলের সুবিধাযুক্ত আধুনিক সেনা ক্যাম্পও তৈরি করা হয়েছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি।