একদিকে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জর্জরিত দেশবাসী, তখন লক্ষ্মীবারের সকালে স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়ছে না রেপো রেট। এপ্রিলের মতোই রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট অপরিবর্তিত থাকছে। এর ফলে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত বোঝা চাপছে না। গৃহঋণ সহ অন্যান্য ঋণের ইএমআই অপরিবর্তিতই থাকছে।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির দহন জ্বালায় জর্জরিত সাধারণ মানুষের ওপরে ওই সিদ্ধান্ত কিছুটা হলেও মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল। চলতি বছরের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠকে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত এপ্রিল ও মে মাসে খুচরোর মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে দাঁড়ানোর ফলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পথে হাঁটতে পারে বলে অনেকেরই আশঙ্কা ছিল। তবে সেই আশঙ্কা সত্যি না হওয়ায় স্বস্তি পেল সাধারণ মানুষ।